আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ রোববার সকাল ১০ টায় দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সিরাজগঞ্জ সদর আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না যোগদান করার পর তার ব্যবহৃত স্যামসাং-জেড ফোল্ড-২ মডেলের স্মার্ট ফোনটি হারিয়ে যায় বা উধাও ! হয়ে যায়।
এই স্মার্ট মোবাইলটি কে বা কারা যেন নিয়ে গেছে। অপরদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি তার পাঞ্জাবীর পকেটে রাখা বিশ হাজার টাকা উধাও হয়ে যায়। ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি জানান, এ সম্মেলনে যোগদান করার কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি টাকাগুলো নেই।
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র (ডিবি) কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী জানান, এমপি ডাঃ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না মহোদয়ের ফোন খুঁজতে ডিবি পুলিশের কাজ চলছে।
উল্লেখ্য, সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা / থানা ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল।
Leave a Reply