1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে বি.এল সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিম্নমানের টিফিন সরবরাহের অভিযোগ  তাড়াশে বিএন‌পির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শি‌শিরের  মতবিনিময় সভা অনুষ্ঠিত  সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেয়া হবে : নাহিদ ইসলাম সংখ্যালঘুদের শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করবে সরকার : মাহফুজ দ্রব্যমূল্য খুব সহসা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী সরকার সিরাজগঞ্জে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামী লাবু সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১তম  গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ১০ অক্টোবর ইকবাল হাসান মাহমুদ টুকু’র গণসংবর্ধনা সিরাজগঞ্জে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন  দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

সিরাজগঞ্জে জিংক ধান সম্প্রসারণে উপ-সহকারী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম, স্কেলিং বায়োফর্টিফাইড গ্রুপ প্রকল্পের আওতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অংশ গ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হার্ভেস্ট প্লাস সলিউশনস বাংলাদেশ ( নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসেবে নিবন্ধিত) এর আর্থিক সহযোগিতায়   এবং ভলান্টিয়ারী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ( ভিআরডিএস) এর আয়োজনে, 

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল হতে দিনব্যাপী উক্ত  প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে  উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের

 সভাপতিত্ব করেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত  উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ অফিসার এ,কে, এম মফিদুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন,  হারভেস্ট প্লাস 

রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ জাকিউল হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিআরডিএস নির্বাহী পরিচালক ফকরুন নাহার। 

 সন্মানিত অতিথি হিসেবে  প্রশিক্ষণে বক্তব্যে রাখেন, আর আর আই -পিএস ও ড. মুহম্মদ আদিল বাদশা, ভিআরডিএস কনসালটেন্ট আবুল কালাম আজাদ, হারভেস্ট প্লাস বাংলাদেশের   ডিভিশনাল কো-অডিনেটর মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ । 

উক্ত প্রশিক্ষণে প্রকল্পের বিষয়বস্তু উপস্থাপন করেন,  হারভেস্ট প্লাস সুলিশন প্রজেক্ট কনসালটেন্ট সালেহ মোঃ শিহাব উদ্দীন। 

সিরাজগঞ্জের ৩০ জন  উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা, কৃষকদের বায়োফর্টিফাইড শস্য  উৎপাদনে ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। স্কেলিং বায়োফটিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস  ত্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যে ও বিকাশ ও প্রচার করে এবং বায়োফটিফিকেশন প্রমান এবং  জনস্বাস্থ্যে ও উন্নতি করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও আয়রণ মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করেছে। বর্তমানে বাংলাদেশের আমন মৌসুমে ব্রি-ধান ৭২, বিনা ধান -২০ এবং বোরো মৌসুমে ব্রি-ধান-৭৪,৮৪,১০০ ও ১০২ জিংক চাষবাদ হচ্ছে বলে জানা যায়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD
x