আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
” বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান ও আইনগত ফরম বিতরণ করা হয়। জেলা আইন সহায়তা প্রদান কমিটির আয়োজনে এবং এনডিপি’র জেন্ডার এন্ড রাইটস্ কর্মসুচি ও ডিএইচআরএনএস প্রজেক্টের সহযোগিতায় এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্ প) এর অংশ গ্রহনে
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের শুভসূচনা করা হয় বেলুনফেস্টুন উড়িয়ে পায়রা অবমুক্ত করার পর শহরে এক বর্ণাঢ্য র্যালি প্রদর্শনের পর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা আইন সহায়তা প্রদান কমিটির সভাপতি ফজলে খোদা মোঃ নাজির।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ মোঃ নাসিরুল হক, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ তালুকদার, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি কায়ছার আহম্মেদ লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর মোঃ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,
এনডিপির প্রতিনিধি উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুর রহমান ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ জিনাত জাহান।
অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনোয়ার পারভেজ লিমন, এনডিপির মানবাধিকার কর্মী এবং প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, জেন্ডার কমিটির ফোকাল পারসন ও উপব্যবস্থাপক (প্রশিক্ষণ বিভাগ) সোমা দাস ও জেন্ডার এন্ড রাইটস্ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল সহ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা, আবু দাউদ, ইন্দ্রজিত সান্যাল,রাবেয়া খাতুন, চন্দনা খাতুন, উপজেলা একাউন্ট অফিসার লিটন কুমার দাস এবং আইনজীবি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ , বিচার প্রার্থী গণ ও তার প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারস গণ, আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।
অতিথি বৃন্দ অনুষ্ঠানে তাদের বক্তব্যে বলেন আইনের যথাযথ বাস্তবায়ন এবং জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে বিচার প্রার্থীগণ সকলে আইনি পরামর্শ এবং যথাযথ সহযেগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
Leave a Reply