নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের সচেতন চিকিৎসক সমাজের আয়োজনে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরীর পক্ষে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় তিন শতাধিক তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে ।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল (সদর হাসপাতাল) রোড এলাকায় বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সড়কে চলাচলকারী পথচারি ও গাড়ি চালকদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত দেয়া হয় এবং প্রচন্ড গরমে বেশী বেশি তরল খাবার,রসালো ফল,খাবার স্যালাইন,শরবত ও খাবার পানি পান করার পাশাপাশি বয়ো:বৃদ্ধ শিশু ও অসুস্থদের প্রতি বিশেষ খেয়াল রাখার বিষয়ে স্বাস্থ্য শিক্ষামূলক পরামর্শ প্রদান করা হয় যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা. আব্দুর রশিদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন, ডাঃশামাউন্নুর শুভ, সাবেক ছাত্রলীগ ও স্বাচিপ নেতা ডা. মোঃ আলামিন হোসেন, ডা. রাগীব আহসান মুন্না, ডা. কাজল, ডা. সোহেল রানা প্রমুখ।
Leave a Reply