তারিকুল আলম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৬ জন।
গত শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৫ জনের মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৪ জন ডেঙ্গুরোগী। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় আজ কিছুটা বেড়েছে।
Leave a Reply