আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে গত দু’ মাসে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার সময় ক্ষতিগ্রস্থ হওয়া গরীব ও নিম্ন আয়ের ৪’শতাধিক মানুষদের মাঝে উপহার হিসেবে প্রায় ১’মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জার্মানের একটি দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে, বাংলাদেশের সোশ্যাল এইডের ব্যবস্থাপনায়,
শনিবার (৩১ আগস্ট) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে হতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী এস.এম. আব্দুস ছালাম মামুন, উপদেষ্টা মোহাম্মদ আলী সোহেল।
এ সময়ে খাদ্য সামগ্রী বিতরণ কালে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পৌর কাউন্সিলর স্বপ্না হাবিব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহবুব-এ- খোদা টুটুল, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ৮৬ ব্যাচ এর সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম প্রমুখ। গরীব ও নিম্ন আয়ের মানুষগুলো এ খাদ্য সামগ্রী পেয়ে স্বস্তিফেলে খুশি মনে বাড়ি ফিরছেন।
Leave a Reply