নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ মার্চ) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষি প্রযুক্তি মেলার সকল স্টল পরিদর্শন করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামরখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত।
উল্লেখ্য, ৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে।
Leave a Reply