নিজস্ব প্রতিবেদকঃ রাজেশাহী রেঞ্জে ডিআইজি কর্তৃক পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম’কে ক্লুলেস মার্ডার মামলা রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও অবৈধ মাদ্রকদ্রব্য উদ্ধারের জন্য উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর (নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩খ্রি.) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা।
আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ) সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) ।
সভার শুরুতেই সভাপতি সার্বিক কার্যক্রমের উপর অত্র রেঞ্জের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় ইন্সপেক্টর (নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় এসআই (নিঃ)/মোঃ মমিনুর রহমান খান, সিরাজগঞ্জ থানা কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) । রাজশাহী রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জেলার পুলিশ সুপারগণ ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(এসপি)গণসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
Leave a Reply