আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ইসলামের প্রচার-প্রসারের জন্য ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউণ্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা শেষে কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে
শুক্রবার (২২ মার্চ-২০২৪) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামিকফাউণ্ডেশন প্রতিষ্ঠা করে মুসলমানদের সন্মানিত করেছেন।
মহান আল্লাহ পাকের দিক নিদের্শনা ও নবী রাসূলের সূন্নতগুলো সঠিক ভাবে পালন করবে এ জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউণ্ডেশন করেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন, বাংলাদেশে জাতি, বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করবে।
ইসলামিক ফাউণ্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা কামনা করছি ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল বাছেদ, ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে সিরাজগঞ্জের ইমাম -মুয়াজ্জিন, আলেম সহ ইসলামিক ফাউন্ডেশন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ ও ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply