নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ নভেম্বর) শনিবার পুলিশ লাইন্স মাঠ, সিরাজগঞ্জ-এ রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৩ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় রাজশাহী রেঞ্জের ০৫(পাঁচ) টি জেলার কনস্টেবল হতে উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল। অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।
উক্ত খেলায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন জেলা হতে আগত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply