নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মহোদয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
রবিবার ( ২২ অক্টোবর) রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব ফয়সল মাহমুদ, পিপিএম সিরাজগঞ্জ জেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের জন্য আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) ।
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ গত শনিবার শুভ মহালয়া মধ্যে দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব।দুর্গোৎসব ঘিরে নানা আয়োজনে ব্যস্ত পড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আলোকসজ্জা ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে প্রতিটি মন্ডপ। প্রতিমা দেখতে দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াচ্ছে। গত ১৯ অক্টোবর মহাপঞ্চমীতে সায়ংকালে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীতে দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ২১ অক্টোবর মহাসপ্তমীতে নবপ্রত্রিকা প্রবেশ,সপ্তমী বিহিত পূজা এবং দেবীর ঘোটকে আগমন।২২ অক্টোবর মহাষ্ঠমীতে দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা।২৩ অক্টোবর মহানবমীতে বিহিত পূজা এবং ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে বিহিত পূজা সমাপন ও বিসর্জন,বিজয়া দশমী কৃত্য ও দেবীর ঘটকে গমন। এদিকে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা
Leave a Reply