আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে অটোরিকশা ও ইজিবাইক চালকদের চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে গাড়ি চোরচক্রের ৩ চোরকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার (২৭ মে-২০২৪খ্রীঃ) সন্ধ্যার পূর্বে দূর্যোগ পূর্ণ আবহাওয়া ঝড়-বৃষ্টির মধ্যে অটোরিক্সা/ ইজিবাইক চালকদের অজ্ঞান করে চুরি করার সময় হাতেনাতে তিন চোরচক্রকে সিরাজগঞ্জ শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভিতর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন চোর দের নাম ও ঠিকানা ১)জুয়েল (৪৯)পিতা মোঃ সাদেক আলী বাড়ি বলদিয়া পুকুর থানা দিনাজপুর সদর জেলা দিনাজপুর ২)মো মানিক (৪৩)পিতা মৃত আসমত শেখ বাড়ি দরগা থানা সালথা জেলা ফরিদপুর ৩)মোহাম্মদ আসলাম খান (২৩)পিতা মোহাম্মদ আক্কাস খান বাড়ি জামিরতা থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ।
উক্ত তিন চোরের কাছে থেকে চেতনা নাশক ঔষুধ ও একটি ইজিবাইক উদ্ধার করে সদর থানা পুলিশ ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান যে, গোপন সংবাদদের ভিত্তিতে দ্রুত পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে ৩ চোরকে আটক করতে সক্ষম হয়। তিন চোরের অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply