নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
সোমবার (১০ অক্টোবর) সকালে মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার, র্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১০ অক্টোবর রাত ০০:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল গোলচত্তরের সামনে রাস্তার উত্তর পার্শ্বে হাজী ইমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৮(আটানব্বই) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নাজমুল(১৯), পিতা-মোঃ আছেদ আলী, সাং-চরসাত করিয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply