মোঃ সাহাদত হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় ০২(দুই)কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
মঙ্গলবার (১১অক্টোবর) এক প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে মোঃ মারুফ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র্যাব-১২,সিরাজগঞ্জ এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১০ অক্টোবর সেমাবার আনুমানিক বিকেল ৩.১৫ ঘটিকায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার জনগনের মধ্যে আতংকের সৃষ্টি হয়। তাৎক্ষনিক র্যাব-১২ এর সরব উপস্থিতি, র্যাবের কর্মতৎপরতায় এবং র্যাব-১২ অধিনায়কের দূরদর্শী নির্দেশনার মাধ্যমে আসামী গ্রেফতার এবং অনাকাক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উক্ত অভিযানে জড়িত আসামীদের র্যাব-১২ কর্তৃক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামীঃ ১। মোঃ আল-আমিন হোসেন (২৩) , পিতা- মোঃ আজিজুর রহমান, সাং- মোবারকপুর মিলপট্টি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ২। মোঃ মিকাইল(১৯), পিতা-মৃত-আকেজ, সাং-তালশার মালতেপাড়া, থানা- কোটচাদপুর, জেলা- ঝিনাইদহ।
এছাড়াও ঘটনাস্থল হতে নিস্ক্রিয়কৃত ০৭ টি ককটেল, ০৮ টি ইলেকট্রিক শক স্টিক এবং ০২ টি হাসুয়া জব্দ করা হয়।
১ নং এজাহার নামীয় আসামী মোঃ আল-আমিন(২৩) ও ২ নং এজাহার নামীয় আসামী কারিগরী কাজে দক্ষ। গ্রেফতারকৃত আসামীদের ভাষ্য অনুযায়ী অপরাধ চক্রের মূল হোতা শামীমের নেতৃত্বে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ আল-আমিন হোসেন (২৩) এর বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আইনগত সুষ্টু তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলমান ।
উল্লেখ যে,সোমবার দুপুর ০২.০০ মেজর আনিসুজ্জামানের নেতৃতে র্যাব-১২ এর একটি অভিযানিক দল একটি অভিযান চলাকালে ককটেল বিস্ফোরনের ঘটনাস্থল থেকে ২ জন দুর্বৃত্তকারী কে তাৎক্ষনাত আটক করতে সক্ষম হয়। পরবর্তিতে র্যাব হেডকোয়ার্টার এর বোমা নিস্ক্রিয়করন দল এসে অবিস্ফোরিত ০৭ টি ককটেল নিস্ক্রিয় করে এবং বাসাটিকে নিরাপদ হিসেবে ঘোষনা করে।
Leave a Reply