মোঃ সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ রোড – কড্যা মহসড়কের পাঁচলিয়ায় চায়না ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় হারুনার রশীদ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
এ সময় অপর এক মাদ্রাসা শিক্ষক গুরুতর আহত হন। এদিকে বাস চালক নিজের প্রাণ বাচাতে বাস থেকে নেমে দৌড়ে চায়না ক্যাম্পের বাউন্ডারি পার হতে গিয়ে উপড়ে পরে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনাটি আজ শুক্রবার (১৭ নভেম্বর) ৫টার দিকে ঘটে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম মোঃ হারুনার রশিদ (৩৫), আহত ব্যাক্তির নাম মোঃ আবুল হাশেম (২৮) তাঁদের দুজনের বাড়ি হোড়গাতী গ্রামে। সলঙ্গা থানার রায়গঞ্জ উপজেলার রতনকান্দি দাখিল মাদ্রসার বি.এস.সি শিক্ষক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ইউসুফ বলেন, তিনি বাড়ি থেকে পাঁচলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পাচলিয়া মহাসড়কে অভিমুখে যাচ্ছিলেন। সেসময় একটি দ্রুতগামী লোকাল বাস (কড্ডা সেতু সার্ভিস) তাকে ধাক্কা মারে। যার ফলে তিনি ছিটকে পড়ে যান এবং মাথার পিছনে প্রচন্ড আঘাত পান।তাকে দ্রুত চিকিৎসার জন্য সি.এন.জি করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
দুর্ঘটনার ফলে মহসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a Reply