এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার জানপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও মারপিটে গুরুতর আহত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার জানপুর মহল্লার মেঃ দু্ল্লা সেখ এর ছেলে মোঃ হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজনের সাথে একই এলাকার প্রতিবেশি মোঃ বক্কার এর ছেলে মোঃ খোকন সেখ, হেকমত আলীর ছেলে আসলাম (৩৫), মৃত দেলবারের ছেলে ইমতিয়াজ আহমেদ জয়(২৭) ও আব্দুল আলীম এর ছেলে শাকিল (৩০)গং এর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত
(৪ মে) শনিবার সকালে মৃত দেলবার এর ছেলে ইমতিয়াজ আহমেদ জয় ওই বিরোধপূর্ণ জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নেয়। এসময় হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজন রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের মোঃ খোকন সেখ (৪৫), আসলাম (৩৫) ইমতিয়াজ আহমেদ জয়(২৭) ও শাকিল (৩০)সহ তাদের সন্ত্রাসী বাহিনী এসময় হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ধারলা অস্ত্রের আঘাতে মোঃ দুলাল সেখের ছেলে তারেক আলী (৩২) মাথায় কোপ খেয়ে গুরুতর আহত হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাই মোঃ তুহিন (২৭) সেখ, মা অঞ্জনা বেগম ও চাচাতো ভাই সোহেলসহ তার পরিবারের অন্যান্য সদস্য গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় গুরুতর আহত তারেক আলীর ছোট ভাই মোঃ তুহিন সেখ
সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গুরুতর আহত তারেক আলী (৩২) জানান, প্রতিবেশী বক্কার এর ছেলে মোঃ খোকন সেখ (৪৫) ও তার পরিবারের লোকজনদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক সূ্ত্রে পাওয়া জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে এলাকায় একাধিকবার শালিশী বৈঠক হয়েছে। কিন্তু প্রতিপক্ষের খোকন গং সেই শালিসী বৈঠকের রায় মানেন না। এরই একপর্যায় গত (৪ মে) শনিবার সকালে মৃত দেলবার এর ছেলে ইমতিয়াজ আহমেদ জয় আমাদের বাড়ির মেইন রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নেয়। এসময় নিষেধ করতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ধারলা অস্ত্রের আঘাতে আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্য গুরুতর আহত হই। এঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় গত (৪ মে) একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১০, তারিখ ০৪/০৫/২০২৪ইং। কিন্তু তারা এঘটনার পরেরদিন (৫মে) আমাদের বিরুদ্ধে একটি কাউন্টার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে হয়রানীসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফারুক হোসেন বলেন, মামলার তদন্তকাজ চলমান রয়েছে। আসামীরা জামিনে আছে। তদন্ত শেষে শীঘ্রই আদালতে চার্জশিট দাখিল করা হবে। ####
Leave a Reply