মোঃ সাহাদত হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বারোইয়া গ্রামে বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) সকাল ৭ঘটিকার দিকে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।
নিহত ফারুকের প্রতিবেশী জানায়, সে রাজমিস্ত্রীর কাজ করতো।ছুটির দিন হওয়ার কারণে কাজ না থাকায় বাড়ীর গাছের ডাল কাটতে গাছে উঠে।ডাল কাটার সময়র অসাবধানতার বসত কারেন্টের তারে আটকে যায়। এ সময় বাড়ীর লোকজন সোরগোল ও কান্না কাটি শুরু করলেও কেউ সাহস করে কাছে যেতে পারেন না।পরে স্থানীয় যুবকেরা ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ নামায়। ফারুকের ঘরে এক স্ত্রী ও দুটি ছেলে সন্তান এবং ১মাসের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানান তিনি।
উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ।
এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে আটকে যান তিনি। স্থানীয়রা ৯৯৯ ফোন দেয়। ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply