নজরুল ইসলাম:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোঃ মুন্না। ছোট বেলা থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এর আগে তিনি পৌর ছাত্রলীগের সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থেকে অদ্যবধি পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোঃ মুন্না (এক ক্ষুদে বার্তায়) বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ—উল—ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, বাংলার প্রতিটি ঘর আলোকিত হয়ে উঠুক ঈদের আনন্দে। আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। দেশ ও জাতির মঙ্গল কামনা করি। সুখি হোক ও মঙ্গলময় হোক সকলের জীবন।
সে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড চক শিয়ালকোল গ্রামের মোকসেদুর রহমানের বড় ছেলে।
Leave a Reply