নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন সিফাতের লেখাপড়া খরচের দায়িত্ব নিলেন।
এসময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু সিফাতের পরিবারকে নগদ ২লাখ টাকা ও ঈদ সামগ্রী বিতরন করেন ও নতুন ঘর নির্মানের জন্য মাটির ব্যবস্থা করে দেন।
এদিকে র্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সিফাতের পরিবারকে
আর্থিক সহায়তা ও সার্বিক দেখাশোনা করে আসছেন বলে জানা গেছে।
জানা যায়, মুরাদ আহমেদ সিফাত জেলার কামারখন্দ
উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। ৬ মাস বয়সে বাবা মাসুদ রানা মারা যান। পরে মা
শিল্পী বেগম সিফাতকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে
সংসার চালাতেন। সিফাতের বয়স যখন ৬ বছর তখন মা শিল্পী বেগম অসুস্থ হয়ে পড়েন। সে সময় নিকটতম আত্মীয় স্বজনের সহযোগিতায় কোন রকমে সংসার চলতো। ধীরে ধীরে শিল্পী বেগম অসুস্থ বেশী হলে তার মায়ের ওষুধের টাকা ও বাজারের টাকার জন্য অন্যের চায়ের দোকানে দৈনিক তিন ঘন্টা কাজ করতেন। কাজের বিনিময়ে ৫০ টাকা পেতেন। সেখান থেকে ৩০ টাকা দিয়ে মাযের জন্য ঔষধ ও ২০ টাকা দিয়ে বাজার করতেন। এ বিষয়ে সংবাদমাধ্যমে সিফাতে জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ পেলে তার পড়াশোনা ও মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান আমিনুল, সদস্য
লাভলু সরকার, কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক
লীগ সভাপতি পদপ্রার্থী মো রেজভী সরকারসহ প্রমুখ।
Leave a Reply