নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক যুগের কথা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন করিব সুমনের পিতা বদিউজ্জামান বদি (৬৮) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১লা নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের আভিসিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তিনি এক পুত্র ও ৪ কন্যা সন্তাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে জানাজা শেষে দাফন কার্য্য সম্পর্ন করা হবে বলে জানা গেছে।
নিহত বদিউজ্জামান বদি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সুমনের বাবার মৃত্যুতে জেলার সকল প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply