নিজস্ব প্রতিবেদকঃ আরটিভির স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক করোনা যোদ্ধা সুকান্ত সেনের ৩য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সুকান্ত সেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আলোকিত বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এসএম তফিজ উদ্দিন, সাবেক সহ সভাপতি কালের কন্ঠ জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গাজী এসএইচ ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, কালবেলা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।
করোনা যোদ্ধা সুকান্ত সেনকে স্মরণ করে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা স্মৃতিচারণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজকালে খবর জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, যুগের কথা স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, সোনালী সংবাদ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, ভোরের দর্পন এর জেলা প্রতিনিধি এস এম আল আমিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি রোমান আহমেদ, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, মানবজমিন এর জেলা প্রতিনিধি সুজন সরকার, দেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম।
Leave a Reply