শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
২৭ নভেম্বর সোমবার বিকেলে
সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের কাছ থেকে অধ্যাপক আব্দুল আজিজের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, অধ্যক্ষ আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিস প্রধান, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক টি এম কাউসার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কেউ হারাতে পারেনি, পারবেও না। দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাল্লাহ্।
উল্লেখ্য: মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারীতে।
Leave a Reply