সলঙ্গা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হাসিনা মুর্শেদ ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহা: জিল্লুর রহমানকে বিদায় সংবর্ধনা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় সলঙ্গা ডিগ্রি কলেজের স্টাফ কাউন্সিলের উদ্যোগে কলেজ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মির্জা আশরাফুল আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা:হাফিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও সলঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু। সলঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী ২ শিক্ষক উপাধ্যক্ষ হাসিনা মুর্শেদ ও সহকারী অধ্যাপক মোহা:জিল্লুর রহমান, সলঙ্গা ডিগ্রি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অলোক বন্ধু তরফদার,শিক্ষক প্রতিনিধি ইসমাইল হোসেন,ক্রিড়া শিক্ষক কেএম শহিদুল ইসলাম মজনু,সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম,আতিকুল ইসলাম হিটন প্রমুখ।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply