শাহরিয়ার মোরশেদ,সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় নয় দিনব্যাপী অমর একুশে বই মেলা উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেল ৫টায় পায়রা উড়িয়ে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ। স্থানীয় সংগঠন নব জাগরণ ৪র্থ বারের মত এ বই মেলার আয়োজন করেছে।
নবজাগরণ ক্লাবের সভাপতি এস এম রিয়াদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো: নাসিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন,সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সরকার, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক কে এম আহসান হাবীব আসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম সিহাব,সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্ছু, সাধারণত সম্পাদক রিপন হাসান প্রমুখ।
অমর একুশে বই মেলায় ৩০ টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের জন্য নাগর দোলা, নৌকা ও ট্রেন রাইডের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply