সলঙ্গা প্রতিনিধি:
সলঙ্গায় ২৮ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী মনি আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (০৬ মে) র্যাব-১২,সিপিএসসি, কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ৫ মে শুক্রবার সন্ধ্যা ০৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৫ (দুইশত পঁচাশি) গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোসাঃ মনি আক্তার (৩১), স্বামী-মোঃ সাইফুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-বাগমারা, পোঃ মেরীর হাট, ইউপি-২নং হোসেনপুর থানা-পলাশ বাড়ী জেলা-গাইবান্ধা ।
এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply