মোঃ মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা।ফলে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা।এমন অবস্থায় ট্রাফিকের দায়িত্ব সামলানোর ভার পালন করছেন শিক্ষার্থীরা।
এবার সেই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বিশিষ্ট সমাজ সেবক মোঃশফিকুল ইসলাম৷
শনিবার (১০ই আগষ্ট) দুপুর ২ টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা ছাত্র-ছাত্রীদের জন্য খাবার সরবরাহ করেছেন বিশিষ্ট এই সমাজসেবক।
ছাত্রদের আন্দোলনেই পতন ঘটে শেখ হাসিনার।আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের সমাপ্তি ঘটে সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্যে দিয়ে। এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী।আসে কর্মবিরতির ঘোষণা।তবে পুলিশের শূন্যতা বুঝতেই দিচ্ছে না ছাত্রসমাজ।ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
Leave a Reply