মোঃ মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটিকুমরুল শাখার উদ্যোগে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় আব্দুস সালামের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম আলিফের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন।এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। কোনো প্রকার হামলা, ভাঙচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা শাখার সেক্রেটারী এডভোকেট সদরুল ইসলাম,বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিন সিরাজগঞ্জ জেলার সভাপতি রাকিবুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন আমির আব্দুল বাকী আল হাদী,
সেক্রেটারি রাকিবুল হাসান প্রমূখ৷
Leave a Reply