সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামসহ এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ মাসুদ রানা পারভেজ, এএসআই মোঃ বদিউজ্জামান ও ড্রাই/কনস্টেবল মোঃ আলমগীর হোসেন হত্যা মামলা এবং বিট পুলিশিং জোরদার করন, মাদক-জুয়া নিয়ন্ত্রনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় ভাল কাজের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশ সুপার জনাব আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে তারা বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম ২০২২ সালের ৬ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ থানায় যোগাদান করেন। যোগদানের পর থেকে তিনি তাড়াশ থানার চুরি-ডাকাতী, মাদক-জুয়া, খুন-ছিনতাই ও বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হত্যা মামলা উদঘাটন করে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের পড়া লেখায় মনোযোগী হওয়ার বিভিন্ন গঠনমুলক দিক-নিদর্শনাসহ উপদেশ দিচ্ছেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আমি ১৬ মাস যাবৎ তাড়াশ থানায় কর্মরত আছি। যোগদানের পর হতে তাড়াশ থানায় একটি হত্যা মামলা হয়েছে। আমি আমার উদ্ধর্তন কর্তৃপক্ষের পরামর্শে আমার ফোর্সদের সহায়তায় মুল রহস্য উদঘাটন করতে পেরেছি। এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনেছি। অপরাধ দমনে বিভিন্ন রকম ভাবেই মানুষের সেবা দিয়ে যাচ্ছি আগামিতেও এই সেবা অব্যাহৃত থাকবে।
তাড়াশ থানায় যোগদানের পুর্বে মো. শহিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলায় অপরাধ দমনে বিশেষ ভুমিকা পালন করেছেন।
তিনি আরো জানান, পুলিশ সুপারের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ নিশ্চয়ই অফিসার এবং ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি করবে। তাড়াশ থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে পুলিশ সুপার, সিরাজগঞ্জ কে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply