মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্পুর্ন প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবারে গরু লালন-পালন করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর বড় ছেলে মোঃ সোহেল রানা।
দুই দাঁত বিশিষ্ট গরুটিকে দেখতে প্রতিদিন আশ-পাশের গ্রাম থেকে ছুটে আসছেন অনেকেই। গরুটির দাম হাকা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা। মোঃ সোহেল রানার সাথে কথা হলে তিনি বলেন, এক সময় দুধের গাভি পালন করলেও, বিগত কয়েক বছর ধরে ষাঁড় গরু পালন করে আসছেন।
তিনি আরও জানান,আড়াই বছর আগে স্হানীয় গরুর হাট থেকে একটি ষাড় গরু কিনে ছিলেন মোঃ সোহেল রানা। গরুটির কোনো নাম না দিলেও পরম যত্নে লালন-পালন করেছেন মোঃ সোহেল রানা ও তার সহধর্মীণি।
সখের গরুটা ভালো দাম পেলেই তাদের পরিশ্রম স্বার্থক হবে বলে জানান তারা। উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই গরুটি বিক্রি করতে চান উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মোঃ সোহেল রানা ও তার সহধর্মনী। গরুটিকে কিনতে চাইলে, ০১৭৩৯-৮৭০৮৬৯ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই দম্পতি।
Leave a Reply