নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের সিনিয়র সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তাড়াশের কৃতিসন্তান কে. এম. আব্দুস সালাম। একই ফ্রেমে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। এদিকে তাড়াশ প্রেসক্লাবের পক্ষ থেকে নিরন্তন জানানো হয়েছে।
জানা যায়, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এম আব্দুস সালামের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার।
তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার তার অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর আব্দুস সালামের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এজন্য রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়
Leave a Reply