নজরুল ইসলাম:
শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ রানার উদ্যোগে ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে খাবারের আয়োজন করা হয়।
আজ (৭ আগস্ট) বুধবার দিনভর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে প্রায় ২৬’শ নেতাকর্মীদের মাঝে মাংস খিচুরি পরিবেশন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ অর্জন ও বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসায় সারা দেশের অন্যান্য নেতাকর্মীদের ন্যায় শিয়ালকোল ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সহযোগী নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান আয়োজক স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানা।
এসময় শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম টুপা, সহ- সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক নুরে আলম মুন্সি, সাংগঠনিক সম্পাদক জিব্রাইল হোসেন, থানা বিএনপির সহ- সভাপতি মুঞ্জুরুল আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসহাক আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাজিন রেজা, ইউনিয়ন যুবদলের সভাপতি সাজুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply