নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শিয়ালকোলে উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে টিআর (টেস্ট রিলিফ), কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৬৩, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ২০২২-২০২৩ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাধারণ ও বিশেষ কোটায় প্রথম পর্যায়ে শিয়ালকোল ইউনিয়নে বড় হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা পূণঃনির্মাণ ও জগৎগাঁতী কয়েলগাঁতী শিবনাথপুর পশ্চিম মোহনপুর রাজাখারচর যৌথ কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা মাঠ ভরাট দুটি প্রকল্পের ১১ লক্ষ নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
শনিবার (২৯ এপ্রিল) সকালে সরজমিনের ঘুরে দেখা যায়, শিয়ালকোল ইউনিয়নে কাবিটা-কাবিখা প্রকল্প দেওয়া হয়েছিলো, সেই প্রকল্পগুলোতে নাম মাত্র কাজ করা হয়েছে। তবে কাগজ কলমে শতভাগ কাজ দেখিয়ে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ অর্থ উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম বাবলু ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন সেখ বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ এবং কত টাকার কাজ হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলম সেখ জানান, এ রাস্তায় কিছু মাটি কাটার কাজ হয়েছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ভুক্তভোগীরা তদন্তসাপেক্ষে সরকারি বরাদ্দ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বলেন, বড় হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ঈদগাহ মাঠ পর্যন্ত কিছু কাজ হলেও পূর্ণাঙ্গ কাজ হয়নি। অনিয়মের বিষয়টা অস্বীকার করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল হক বলেন, প্রকল্প অনুযায়ী সঠিকভাবে কাজ হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি বলেন, শিয়ালকোল ইউনিয়নে ভুয়া প্রকল্পের অনুকূলে অর্থ ছাড় করাসহ কাবিখা-কাবিটা প্রকল্পের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply