নজরুল ইসলামঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে (১৯৮৫-২০২৪) প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪ সফল করার লক্ষ্যে পুনর্মিলনী পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভায় প্রচার ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন করণীয় ঠিক করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মাসুদ রানা (ওয়াসিম), প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শাহাদৎ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক রবি চন্দ্র রায় ও পুনর্মিলনী পরিষদের কমিটিসহ প্রাক্তন শিক্ষার্থীগণের একাংশ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক মনিরুল ইসলাম। অংশগ্রহনকারীদের উপস্থিতির স্বাক্ষর শেষে সকলকে সন্দেশ, মোগলাই পরোটা ও কোমল পানীয় দেয়া হয়।
Leave a Reply