এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমিতে রোপনকৃত ৫০টি মেহেরগুনি চারা গাছ কর্তন ও উপড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এবিষয়ে ভুক্তভোগী আব্দুল জলিল সেখ সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামের মৃত শিকিম আলী সেখের ছেলে আব্দুল জলিল তার মা জয়গন বিবির নামে রেকর্ডকৃত শিয়ালকোল মৌজার আরএস খতিয়ান নং ১০০, দাগ নং ২২৮৮ জমির পরিমান ৯৩ শতকের কাতে ৯ শতাংশ জমিতে ৫০টি মেহেরগুনি চারা গাছ লাগিয়েছেন। কিন্তু জমিজমার বিরোধের জের ধরে প্রতিবেশী মৃত বেলায়েত হোসেন এর ছেলে আনোয়ার হোসেন পাশার (৫৭) তার ভাই রফিকুল ইসলাম বুড়া (৫১) ছেলে বুলবুল (৩৫) ও আলমগীর (৩১) সহ তাদের লোকজন গত বুধবার (২১ ফেব্রুয়ারী) ওই চারা গাছগুলো কর্তন করে ও উপড়িয়ে ফেলে দেয়। এসময় ভুক্তভোগী আব্দুল জলিলসহ তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদেরকে মারপিট করে ও প্রাণনাশের হুমকি দেয়। এতে ভুক্তভোগী আব্দুল জলিলসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।পরে ভুক্তভোগী নিরুপায় হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই মোঃ আলতাফ হোসেন বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে গাছ কর্তনেরব বিষয়টি দেখেছি। পরে উভয়পক্ষকে ডেকে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করতে বলা হয়েছে। তা না হলে আদালতের সরন্নাপণ হতে হবে।##
Leave a Reply