নজরুল ইসলাম:
হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, ডাকাতি, জানমালের নিরাপত্তা ও দেব-দেবীর মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
গত কয়েকদিন ধরে রাতভর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্যোগে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্য হিন্দু সম্প্রদায় ও উপসাণালয়ে রাত জেগে নিরলসভাবে পাহারা দিয়ে আসছে।
গত ১১ আগস্ট রোববার রাতে সরজমিনে গিয়ে দেখা যায়- শিয়ালকোল মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মন্দির ও বাড়ীঘরের নিরাপত্তা দিতে পাহাড়ার দায়িত্ব পালন করছে। এ সময় তাদের সাথে কথা বলে জানা যায় জেলা বিএনপি’র নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মোতাবেক এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় নেতারা জানান, ইউনিয়নে হিন্দু ধর্মীয় মন্দির ও তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপি’র নেতৃত্বে পাড়া মহল্লায় তাদের ক্ষয়ক্ষতি রোধে সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে। দুষ্কৃতিকারীরা কোন ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না।
এসময় শিয়ালকোল ইউনিয়ন বিএনপি’ সভাপতি আব্দুস সালাম (টুপা), সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোমিন সেখ, ছাত্রদলের সভাপতি শাহিন রেজা, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার আহমেদসহ দলীয় নেতাকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply