বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের জগৎগাঁতী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা গত শনিবার (২১অক্টোবর) সকালে ৩টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা কর্মকর্তা ও ডিজি’র প্রতিনিধির চূড়ান্ত ফলাফলে ওই দিনই স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সুপারকে নির্দেশ দেন। এদিকে ৩ দিন পার হলেও ফলাফল না দেয়ায় প্রার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন শঙ্কা প্রকাশ করছে। জানা গেছে, ৩টি পদে ৩ পরীক্ষার্থীদের মধ্যে হতে কমিটির ১ প্রার্থী নির্বাচিত হয়েছে। যার জন্য অপর চূড়ান্ত প্রার্থী বাতিল ও পুন: পরীক্ষা গ্রহন এবং চূড়ান্ত ফলাফল পরিবর্তনের জন্য ইতিমধ্যে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন কমিটির সভাপতি ও সুপার।
উল্লেখ্য, নিরাপত্তাকর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী মোট ৩টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরীক্ষার্থীদের খাতা ও প্রশ্নপত্র সরবরাহ করা হয়। হঠাৎ এক পরীক্ষার্থীর অভিভাবক দৈনিক কলম সৈনিক পত্রিকা নিয়ে ডিজির প্রতিনিধিকে নিয়োগ সংক্রান্ত খবরটি অবগত করেন। নিয়োগ সংক্রান্ত খবরটি অবগত হয়ে পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে প্রশ্নপত্র তুলে নিয়ে পুনরায় নিজ দায়িত্বে একা কম্পিউটার রুমে গিয়ে প্রশ্নপত্র তৈরী করেন। নতুন প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা গ্রহন করেন ডিজির প্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা তাৎক্ষনিক পরীক্ষার খাতা দেখে ভাইবা পরীক্ষা গ্রহন করেন। ভাইভা পরীক্ষা শেষে ফলাফল সিটে স্বাক্ষর করে ডিজি প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা ত্যাগ করেন।
জগৎগাঁতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা বলেন, ঝামেলা কারনে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারছি না।
এবিষয়ে জগৎগাঁতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু বলেন, নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। তাই ফলাফল প্রকাশ করিনি। আগামী মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, ফলাফল তৈরী করে স্বাক্ষর দিয়ে চলে এসেছি। সভাপতি, সুপার স্বাক্ষর দিয়ে ফলাফল প্রকাশ করার কথা। তবে ফলাফল কেন দেওয়া হচ্ছে না বিষয়টি জোড়ালো ভাবে দেখা হবে।
ডিজির প্রতিনিধি (রংপুর বিভাগ), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর পরিদর্শক ড. মো: আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের আলোকে আমি নিজে প্রশ্নপত্র তৈরী মেধা ক্রমনুসারে আমি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফলাফল সিট তৈরী চলে এসেছি। কে কত নাম্বার নম্বর পেয়েছি এখন মুখস্ত বলতে পারব না। তবে ফলাফলের একটি সিটের অনুলিপি আমি নিয়ে এসেছি।
Leave a Reply