নজরুল ইসলাম :
গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। ফলে অনেকটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই ছিন্নমুল, দরিদ্র, গরীব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন বেকার কল্যান সংস্থা নামক একটি বেসরকারী এনজিও সংস্থা ।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে চন্ডিদাসগাঁতী বেইলী ব্রিজের পাশে প্রস্তাবিত বিকেএস হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউট এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
প্রচন্ড এই শীতে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি বলে জানান তারা।
এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে বেকার কল্যান সংস্থার পরিচালক ও থানা আওয়ামীলীগের সদস্য আব্দুল ওয়াহাব তালুকদার, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মুন্নাফ খন্দকার, বিশিষ্ট সমাজসেবক খালিদ হাসান, ডাক্তার মুকুল হোসেন, ইউপি সদস্যাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply