নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে রাস্তার পাশে অটোরিক্সা গ্যারেজ করাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রায় ২০ টি বাড়ীঘরে আগুন নগদ টাকাসহ পশু নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ সংঘর্ষে ১৮ থেকে ২০ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রঘুনাথপুর এলাকার রেজাউল (৩৮) নামের এক ব্যক্তি আশংকাজনক অবস্থায় আছে বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ ঘটিকার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর ও রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, শিয়ালকোল ইউনিয়নের আমতলা বহুলী রোড এর শ্যামপুর তালতলা নামক স্থানে একটি অটো রিক্সা গ্যারেজ করাকে কেন্দ্র করে রঘুনাথপুরবাসীর এক অটো রিক্সা চালকের সাথে কথা কাটাকাটি হয়। এরাই জের ধরে গত দুদিন ধরে মাঝে মধ্যেই ২ গ্রাম বাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ ঘটিকার দিকে দু গ্রামের মসজিদের মাইকিং দিয়ে লোকজন জড়ো করে এ সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে রঘুনাথপুর গ্রামের ১৪ থেকে ১৫ জন আহত হয়। এর মধ্যে রেজাউল নামের এক যুবক মৃত্যুশয্যায় হাসপাতালে পাঞ্জা লড়ছে।
এদিকে শ্যামপুর গ্রামের ২০ থেকে ২৫ টি বাড়ি রঘুনাথপুর গ্রামের লোকজন দলবদ্ধ হয়ে অগ্নি সংযোগ করে। এতে প্রায় নগদ টাকা সহ গৃহপালিত পশু গরু ছাগল নিয়ে যায় এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সামপুর গ্রামের সফি নামের এক ব্যক্তি জানান।
শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজ শেখ জানান, দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার রামদা, ছুড়ি এমনকি দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ভাঙচুর করে লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকার মানুষ জানের ভয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, দুই দিন আগের ছোট্ট একটি ঘটনায় বড় ক্ষতি হয়ে গেল।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুর রহমান জানান, বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দশটি ঘর ও ছয়টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, পুলিশ, সোনা বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এখন পরিবেশ স্বাভাবিক হয়েছে। কোনো প্রকার মামলা মোকদ্দমা হয়নি। তবে অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply