আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে “শিখবো সবাই” প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী অ্যাডভোকেসি ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজন,ইউকে – এইড এর আর্থিক সহযোগীতায়,
শনিবার (২০ জানুয়ারি) সিরাজগঞ্জের বাগবাড়িতে এডিপি এনজিওর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম টিম লিডার গোলাম ফারুক হামিম।
প্রশিক্ষণে অংশ গ্রহন করেন, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার ৫ টি প্রতিবন্ধীদের সংগঠন আলোর প্রদীপ, (ওপিডি)- সফল, আরইপিডি, এসপিএএস ও স্পন্দন সংগঠনের ২৫ জন নেতৃবৃন্দ।
এছাড়াও আরোও প্রশিক্ষণে অংশ গ্রহন করে, প্রকল্পের কর্ন্সোটিয়াম পাটনার – সাইটসেভারর্স, সেন্স ইন্টারন্যাশনাল এবং সহযোগী সংস্থা – সিডিডি, জিইউকে, কেপিইউএস এর প্রতিনিধিবৃন্দরা।
জানা যায় যে, উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানটি ১৯ জানুয়ারী ২০২৪খ্রীঃ উদ্বোধন করা হয় এবং আগামী সোমবার অনুষ্ঠানের সমাপনী করা হবে।
Leave a Reply