আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ক্লাব গঠনের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আধুনিক প্রযুক্তি গ্রহণ করে উন্নত সমৃদ্ধিশালী স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে ভালো কাজ করতে হবে সুন্দর নেতৃত্ব দিতে অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদেরকে সঠিক দিক নিদের্শনা প্রদান, তাদের প্রতি নজর রাখার মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে। এ কথাগুলো বলেছেন-সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি মাদ্রাসায় গঠিত স্বাস্থ্য সুরক্ষা ক্লাব এবং ক্লাবের লিডারদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ -২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শহরের পৌর ভাষানী মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে – শপথ বাক্য পাঠের মাধ্যমে-
উক্ত ছাত্র-ছাত্রী অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ নিজাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ৩৯ টি মাধ্যমিক স্কুল, ১৪ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা সহ মোট ৫ শত জন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply