নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে সদর উপজেলার শাহানগাছায় ট্রাক-অটোরিকশা-মিক্সচার মেশিনের ত্রিমুখী সংঘর্ষে বাদশা শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
আজ বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা শেখ বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলী শেখের ছেলে। এ দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কোমল চন্দ্র বলেন, সকালে বাদশা শেখ সিরাজগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বগুড়ার ধুনটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি সদর উপজেলার শাহানগাছা বাজারে পৌঁছালে একটি ট্রাক ও নির্মাণকাজে ব্যবহৃত মিক্সচার মেশিনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদশা শেখ নিহত ও দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Leave a Reply