সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর সাংবাদিক ফোরামের আয়োজনে ও সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের উদ্যোগে তাল বীজ বপন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ই নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেলতল ইউনিয়নের বদলা গ্রামের একটি সড়কে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম ও বেলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, বেলতৈল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মানিক প্রমুখ।
শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাহসিন নুরী খোকন সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না কোষাধ্যক্ষ সেলিম তালুকদার সম্পাদক আমিনুল হক বাবু সদস্য শরিফুল ইসলাম মাসুম হোসেন অন্ত প্রমূখ।
জানা যায়, শাহজাদপুর সাংবাদিক ফোরামের আয়োজনে ও আব্দুল্লাহ আল মাহমুদের উদ্যোগে তাল বীজ বপন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭ হাজার তাল বীজ বপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বিগত চার বছর যাবত উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে তালবিশ ভবন করে যাচ্ছেন, এখন পর্যন্ত প্রায় তিন হাজার তালগাছ তিনি বপন করেছেন এর মধ্যে প্রায় ২ হাজার তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
Leave a Reply