সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: ৪১তম বিসিএস এ চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত ছয় জনকে সংবর্ধনা প্রদান করেছে শাহজাদপুর পৌরসভা। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) বেলা ১১ টায় শাহজাদপুর পৌরসভা কার্যালয়ে ৪১তম বিসিএস এ চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এ ছয় নবীণ ক্যাডারকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সুপারিশ প্রাপ্তরা পৌরসভা কার্যালয়ে পৌঁছলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। সংবর্ধিত ছয় জন হলেন- পাঠানপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে ডাক্তার তানভীর ইসলাম সাগর, তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ইসলামপুর (রামবাড়ি) গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে উম্মে সালমা খানুন (সুস্মিতা), তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। কান্দাপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে ডাক্তার মুরশিদা আক্তার, তিনি স্বাস্থ্য ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ডাকবাংলা পাড়া গ্রামের হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌসী লাভলীর ছেলে তৌফিক বিন হাবিব তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। পাড়কোলা গ্রামের কাউসার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, তিনি আনসার ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রুপপুর গ্রামের সাবেতুর রহমান ফটিকের ছেলে শামসুর রহমান জয় তিনি মৎস্য ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
এ সময় অন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ রাজু আহমেদ, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ প্রমূখ।
এ সময় শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন আজ যে ৬ জন বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য আমরা শাহজাদপুরবাসী গর্বিত। শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করব তারা নিজেদের অবস্থান থেকে দেশের জনগণের কল্যাণ ও শাহজাদপুরের উন্নয়নে কাজ করে যাবেন। সংবর্ধিত ৬জন ক্যাডার তাদেরকে সংবর্ধনা প্রদান করায় পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তারা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবেন এবং শাহজাদপুরের উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখার চেষ্টা করবেন।
Leave a Reply