নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ স্বামী- স্ত্রী আটক করা হয়েছে।
শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র থানাধীন তালতলা এলাকায় ইয়াবা ক্রয়- বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই গোপাল চন্দ্র মন্ডল এর নেতৃত্ত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকশ দল গতকাল ১৫ জুলাই শনিবার রাত আনুমানিক ২৩.২০ ঘটিকায় অত্র থানাধীন পৌরসভার পুকুরপাড় তালতলা গ্রামস্থ জনৈকা আনোয়ারার টিন শেড বাড়িতে অভিযান চালিয়ে ১। কারিমা আক্তার (২০), পিতা- মৃত নেজমত প্রাং, সাং- চরগোপালপুর ও তার স্বামী ২।মো: হোসেন আলী (২২), পিতা- আব্দুল জব্বার, সাং- তালুকদার সেটুয়ানা, উভয় থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জদ্বয় কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ৬৫০ পিস ইয়াবা এবং ০২ টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী কারিমা কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ২০২০ সালে আশুলিয়া তে গার্মেন্টস এ কাজ করার জন্য যায়। সেখানে মাদক কারবারীদের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে ২০২৩ সালের জানুয়ারী মাসে গার্মেন্টস এর চাকুরি ছেড়ে দিয়ে সে নিজ এলাকা ছেড়ে শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাস শুরু এবং গাজীপুর থেকে জনৈক এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে এসে অত্র এলাকায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামী হোসেন আলী কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ২০২০ সালে প্রেম করে কারিমা কে বিয়ে করে। এরপর গাজীপুরে যায় গার্মেন্টস এ কাজ করার জন্য। এরপর ২০২৩ সালে জানুয়ারী মাসে শাহজাদপুরে আসে এবং অনলাইনে বিভিন্ন কাজ করে থাকে। পাশাপাশি সে তার স্ত্রীর সাথে ইয়াবা ব্যবসা করে থাকে।
গ্রেফতারকৃত আসামীরা ঘটনার কথা স্বীকার করেছে। মুলত ইয়াবা ব্যবসা করার জন্যই তারা নিজ এলাকা ছেড়ে শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। তারা এ পযন্ত মোট ৭/৮ টি চালান নিয়ে এসে বিক্রি করার কথা স্বীকার করেছে। তারা প্রতি চালানে ৮০০/১০০০ পিস ইয়াবা আনত।
তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply