1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় মসলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসলের মাঠ দিবস পালিত মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড,৭ জনের যাবজ্জীবন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জেলা যুবদলের পথসভা ও ৩১দফা লিফলেট বিতরণ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা  ইউনিট এর আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে জেলা প্রশাসক: তিন শহীদ পরিবারকে অর্থ সহায়তা শতাধিক এতিম শিক্ষার্থীদের পৌর শিশুপার্কে বিনোদনসহ দুপুরের খাবার খাওয়ালেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ইলিশ মাছ শিকার করার দায়ে ২ জেলের কারাদণ্ড  বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহব্বায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  বেলকুচিতে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  উল্লাপাড়ায় মামলা তুলে নিতে বাদীদের হুমকি ও মারধর

শাহজাদপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আ’লীগ নেতা সাইফুল ইসলাম এর, জনসংযোগে উচ্ছ্বসিত তৃণমূল

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ Time View

নজরুল ইসলাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দোরগোড়ায় উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চা স্টল থেকে শুরু করে রাজনীতির অন্দর মহলে চলছে জোর আলোচনা। সম্ভ্রাব্য প্রার্থীরাও নিজেদের প্রতি জনসমর্থন ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফেস্টুন, পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্নভাবে জনসংযোগ করছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত গোচারনভূমি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করে জনসমর্থন আদায় ও আওয়ামীলীগের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: সাইফুল ইসলাম। যমুনা নদীর তীর ঘেষা বৃহৎ ইউনিয়ন কৈজুরির দুই মেয়াদের সফল এই চেয়ারম্যানের ব্যানার-ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে সারা উপজেলা। পারিবারিকভাবে জনসেবা ও জনপ্রতিনিধিত্বের ধারাবাহিকতায় বেড়ে ওঠা ঐতিহ্যবাহি পরিবারের দ্বিতীয় প্রজন্মের আপাদমস্তক এই রাজনীতিবিদ উপজেলাবাসির সেবা করার ব্রত নিয়ে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। উপজেলা আওয়ামীলীগ ও উপজেলাটির জনপ্রতিনিধিদের বৃহৎ অংশের সমর্থন লাভের পাশাপাশি বিপুল জনসমর্থন রয়েছে বলে দাবি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি মো: সাইফুল ইসলামের।
জানা যায়, জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান প্রয়াত হাজী মোশাররফ হোসেনের সন্তান মো: সাইফুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করার পর প্রয়াত পিতার পদাঙ্ক অনুসরন করে অংশগ্রহন করেন কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বিপুল ভোটে টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালণ করেন সফল ও জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও যুগ্ন-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন ইউনিয়ন পরিষদ ফোরাম শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। এছাড়াও কৈজুরি ফাজিল মাদ্রাসা ম্যানজিং কমিটির সভাপতি, পূর্ব কৈজুরি মোশারফিয়া কওমিয়া মাদ্রাসা ম্যানজিং কমিটির সভাপতি, পূর্ব কৈজুরি কলেজ জামে মসজিদ, কৈজুরি স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও পূর্ব কৈজুরি হাজি রিজিয়া বেগম মহিলা মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালণ করছেন সাইফুল ইসলাম। ঐতিহ্যবাহি পরিবারের সন্তান সাইফুল ইসলামের পাচ ভাই ও চার বোনও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়। সাইফুল ইসলামের সহধর্মীনি রোকসানা ইসলামও ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ পাবনা মহিলা কলেজ শাখার সহ-সভাপতির দায়িত্ব পালণ করা এই নারী বর্তমানে কৈজুরি ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকার পদে রয়েছেন। ব্যাক্তিগত জীবনে এক কন্যা ও এক পূত্রের জনক সাইফুল-রোকসানা দম্পত্তি।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মো: সাইফুল ইসলাম বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি ও পারিবারিকভাবে জনসেবার শিক্ষা পেয়েছি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বা ব্যাবসা বানিজ্যের দিকে ধাবিত না হয়ে জনসেবায় কাজ করছি। দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় উপজেলাজুড়ে নানাভাবে কাজ করেছি। জনপ্রিতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে যে অভিঙ্গতা অর্জন করেছি তা মানবকল্যানে কাজে লাগাতে চাই। সেই লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করছি, আওয়ামীলীগের মনোনয়ন চাচ্ছি। আমি মনোনয়ন পেলে নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি।
সাবেক এই জনপ্রতিনিধি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শাহজাদপুর গো-খামার, নৌ-বন্দর, তাতশিল্পের জন্য সমৃদ্ধ। নদীভাঙ্গনসহ যোগাযোগব্যাবস্থার কিছু সমস্যা রয়েছে। আমার অতিত অভিঙ্গতা কাজে লাগিয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, অভিঙ্গ ও জনপ্রিয় জননেতা চয়ন ইসলামের দিকনির্দেশনায় এই উপজেলাটির সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD
x