আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়। এতে ১২ টি স্টল মেলা অংশ গ্রহন করে।
শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে-
বুধবার (১১ অক্টোবর) দুপুরে শাহজাদ উপজেলার পরিষদ প্রাঙ্গণে (কৃষি চত্বর) এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ শাহজাদপুর উপজেলা ভেটেরিনারী সার্জন, ভেটেনারি সার্জন ডাঃ মীর কাউসার হোসেন, শাহজাদপুর উপজেলা প্রকৌশলী নূরনবী খান প্রমুখ।
এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সুধীজন, গুণীজন, সাংবাদিক কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষক-কৃষাণী বৃন্দরা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন
Leave a Reply