সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আব্দুল হালিম।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মো: মোখলেসুর রহমান, সমবায় অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তিনি তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে তাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উল্লেখযোগ্য সমবায় সমিতির উন্নয়ন তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মো: কামরুজ্জামান বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। সমবায়ের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উন্নয়ন ও সচেতনতা ছড়িয়ে দেওয়া। এই দিবসটি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে।”
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো: আজাদ রহমান, চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা পরিষদ। মো: লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ। এ কে এম শামীম হোসেন, সভাপতি, বাঘাবাড়ি ঘাট ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক বহুমুখী সমিতি। মো: রমজান শেখ, সভাপতি, বাঘাবাড়ি ঘাট ট্রাক ও ট্রাংকলরী পরিবহন শ্রমিক সমিতি। মো: শহীদ আলী, সভাপতি, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতি। মো: নওশের আলী, সাধারণ সম্পাদক, বাঘাবাড়ি ঘাট বণিক সমবায় সমিতি প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্ষেত্রের উপর ১৫ টি ক্রেস্ট বিতরণ করা হয়।
Leave a Reply