সেলিম তালুকদার ,শাহজাদপুর প্রতিনিধিঃ
১৯ আগস্ট মধ্যরাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা‘র দিকনির্দেশনায় শাহজাদপুর থানার চৌকস টিম অভিযান চালিয়ে আনুমানিক রাত্রি ৩ টার সময় শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর লম্বাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ ফরিদ শেখ (৪৫) পিতা- আখের শেখ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল সরকার (বুলু) ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রবিন সরকার(২৯) কে গ্রেফতার করে ।
মাদক ব্যবসায়ীর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ১,৮০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা বলেন ,আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপুর্বে ০৩ টি মাদক মামলাসহ ০১ টি চুরি মামলা আছে।
গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply