এস এম আক্কাস, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়াডের ইউপি সদস্য মোঃ সহিদুল ইসলামের বাড়িতে নাসরিন খাতুন নামের দুই সন্তানের জননী স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭মে ) সকাল ১০টায় উপজেলা রাউতারা গ্রামের বাচ্চু সরকারের মেয়ে নাসরিন খাতুন দুই সন্তানের জননী বিয়ের স্বীকৃতি পাওয়ার দাবিতে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলামের বাড়ীতে গেলে তালা বদ্ধ থাকায় শহিদুল ইসলামের চাচা কালু মৃধার বাড়িতে অনশন করেন।
এ সময় এলাকাবাসীর জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ,সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে অসৌজন্যমূলক আচরণ করে , পক্ষান্তরে তাকে সেই ঘর থেকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বাচ্চু সরকারের মেয়ে নাসরিন খাতুন এর বাড়িতে গেলে তার ভাই বলেন , উপজেলার নরিনা ইউনিয়নে তার বোনের প্রথম বিয়ে হয় সেই ঘরে ৯ বছরের একটি মেয়ে ও ১৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে , গত সাত মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয় এবং দুই মাস পূর্বে ইউপি সদস্য সহিদুল ইসলামের সাথে তার বোনের বিবাহ হয়।
এ বিষয়ে ইউপি সদস্য সহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , তিনি তার প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে দুই মাস পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক তিনি নাসরিন খাতুনকে বিয়ে করেন , তার প্রথম স্ত্রীর ঘরে ৩ টি সন্তান রয়েছে ।
Leave a Reply