সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধিঃ
শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য, দৈনিক অপরাধ দমন,পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হাবিবুল্লা ইউনিয়নের রতনকান্দি গ্রামে । রতনকান্দি উত্তর পাড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন সময়। পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহের করতে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী বিকাশের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারাত্মক ভাবে আহত করে,এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় ।
পরে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।সেই সাথে শাহজাদপুর থানা প্রশাসনের কাছে আহ্বান জানানো হয় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হোক ।
খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন ওসি )আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
এ বিষয়ে( অপারেশন ওসি)আবু সাঈদ বলেন, হামলা সাথে জড়িতদের গ্রেফতার করে আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply